আবুল কালাম আজাদ, ঝিকরগাছা
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, আপনি যে বাংলাদেশের নাগরিক জন্মনিবন্ধনের মাধ্যমে সেটি নিশ্চিত করতে চাই। প্রতিটি মানুষের একজন নাগরিক হিসেবে জন্মনিবন্ধন ও মৃত্যুসনদের অধিকার রয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুুপুর ১২টার দিকে ঝিকরগাছায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ করতে গেলে জনভোগান্তির অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে আমরা কর্মকর্তা নয়, আমরা রাষ্ট্রের কর্মচারী এ কথা মেনে দায়িত্ব পালন করলে জনদুর্ভোগ আর থাকবে না বলে মনে করি।
তিনি আরও বলেন, অনেকে বয়স কমাতে বাচ্চার জন্মতারিখ ভুল লেখেন। এভাবে ভুল লিখে নিজের বাচ্চার জন্মটাই ভুলভাবে উপস্থাপন করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন খাতে আগে এ দেশ থেকে টাকা পাচার হয়েছে। গত সাত মাসে বাংলাদেশ থেকে একটি টাকাও পাচার হয়নি। এজন্যই দ্রব্যমূল্যের দাম গতবছরের তুলনায় অনেক কম। যার সুফল জনগণ ইতোমধ্যেই ভোগ করতে শুরু করেছে।
উপজেলা একডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আঁখি খাতুন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কল্যাণ ইনচার্জ ফারুক হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মাইনুল ইসলাম ও গ্রামপুলিশ ইউনুস আলী।
ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, যশোরের সহকারী কমিশনার নাবিদ হোসেন, ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান ও যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি আশরাফুল আজাদ আশা।
২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের (এডিপি) আওতায় অনুষ্ঠানে জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।

 
									 
					