কল্যাণ ডেস্ক: অর্থ সাহায্যের অভাবে আফগানিস্তানে খাদ্য নিরাপত্তা ও মানবিক সহায়তার চরম ঘাটতি দেখা দিয়েছে। এতে ৬০ লাখ আফগান দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। বুধবার এ তথ্য জানিয়ে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের প্রধান কার্যালয়ে কাবুল থেকে যুক্ত হন সংস্থাটির আফগানিস্তানের সহকারী বিশেষ প্রতিনিধি, বাসিন্দা ও মানবাধিকারের সমন্বয়ক রামিজ আলাকবারব সাংবাদিকদের বলেন, সম্প্রতি অর্থনৈতিক ধাক্কার মানবিক সহায়তার প্রয়োজনের দিকে ধাবিত করছে।
তিনি বলেন, শীতকাল এগিয়ে আসছে। আফগানিস্তানের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে যাচ্ছে। আমাদের শীতের কার্যবলির প্রস্তুতির জন্য ৭৬৮ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এছাড়া বছর শেষে আগের আমাদের ৬১৪ মিলিয়ন ডলার প্রয়োজন।
জাতিসংঘের তথ্যানুযায়ী, আগামী বছর আফগানিস্তানের তিনভাগের দুইভাগ জনগণের সাহায্য প্রয়োজন। অর্থাৎ দেশটির দুই কোটি ৮০ লাখ মানুষের সহায়তার প্রয়োজন পড়বে। রামিজ আলাকবারব বলেন, এটি পঞ্চম ধাপের পূর্ব অবস্থা। পঞ্চম ধাপ মূলক মারাত্মক দুর্ভিক্ষ পর্যায়ের। সুতরাং, ৬০ লাখ আফগান দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়। এর ফলে আফগানিস্তানে অর্থনৈতিক, মানবিক সহায়তা ও মানবাধিকার সংকটে পড়ে। তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।
এদিকে, তালেবানের নিষেধাজ্ঞার অংশ হিসেবে আফগান সেন্ট্রাল ব্যাংকের সাত বিলিয়ন মার্কিন ডলার জব্দ করে রেখেছে বাইডেন প্রশাসন। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আফগানিস্তানের বিদেশি সম্পদের জব্দ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
তালেবানের অধীনে নারী ও মেয়েরা তাদের অধিকার হারাচ্ছে। তারা শিক্ষা ও প্রকাশ্যে চলাফেরা থেকে বঞ্চিত হচ্ছে। সর্বশেষ নারীদের জিমে ও পার্কে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। তালেবান ক্ষমতা গ্রহণের পর হাজার হাজার নারী চাকরি হারিয়েছেন আবার অনেককে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাত থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
আফগান নারীদের মাধ্যমিক ও হাইস্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। অনেক নারী রাস্তায় বিক্ষোভ ও ক্যাম্পেইন করে তাদের অধিকার ফেরত দাবি করছেন।
আরও পড়ুন: পেটের ভেতর থেকে বেরোল ১৮৭টি কয়েন!