রায়হান সিদ্দিক
সাড়ে ১০ টাকার ডিম মিলছে ৯ টাকা ৪০ পয়সায়। কেজি প্রতি ৫৫ টাকা কমে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এছাড়াও বাজার থেকে কম দামে পাওয়া যাচ্ছে মাছ, সবজি, সরিষার তেল। সুলভ মূল্যের বাজার চালু করে প্রশংসায় ভাসছে আফিল এগ্রো লিমিটেড। যশোর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এমন উদ্যোগ নিয়েছে ডিম ও ব্রয়লার উৎপাদনের এ প্রতিষ্ঠানটি। সোমবার সকালে শহরের চাঁচড়ায় এই বাজারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এসময় তিনি বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তারই ধারাবাহিকতায় আফিল গ্রুপের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে এতে যশোরের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।
সুলভ মূল্যের বাজারে ডিম ও ব্রয়লার মুরগি ছাড়াও পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা, রসুন ৮০ টাকা, টমেটা ১৫ টাকা, সরিষার তেল ৫০০ গ্রাম ৮০ টাকা, ১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১০ ও ৫ লিটার ৭৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রুই মাছ কেজিপ্রতি ৩২০ টাকা, কাতলা ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, মৃগেল ১৭০ টাকা, দেশি মাগুর ৩৫০ টাকা, কৈ মাছ ২২০ ও সোল ৫৫০ টাকা কেজিপ্রতি বিক্রি করা হচ্ছে। বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। তারা বলছেন রমজান মাসে বাজারে সকল পণ্যের দাম উর্ধ্বমুখী, এমন সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে আফিল এগ্রোর এমন উদ্যোগের কারণে কিছুটা স্বস্তি ফিরে পাবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
সুলভ মূল্যে বাজার করতে এসে ইজিবাইক চালক মোতালেব হোসেন বলেন, রমজান মাস আসলেই দেশে সকল পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। এতে সব থেকে বেশি বিপাকে পরতে হয় মধ্যবিত্তদের। কারণ আমরা না চেয়ে খেতে পারি, না কিনে খেতে পারি। আফিল এগ্রো যে উদ্যোগ নিয়েছে এতে অন্তত কিছু পণ্য কিনে খেতে পারবো। দেশের অন্য ব্যবসায়ীরাও যদি এমন উদ্যোগ নেয় তাহলে গরীব আর না খেয়ে মরবে না। প্রাণি সম্পদ অধিদপ্তর যশোরের উপ পরিচালক রাশেদুল হক জানান, সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে প্রাণিজ আমিষ পেতে পারে সেই জন্য চেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আফিল এগ্রো লিমিটেডের এমন উদ্যোগ। আমরা চেষ্টা করছি এমন বাজার কিভাবে আরও বাড়ানো যায়। আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু জানান, আফিল এগ্রো লি. প্রতিদিন চার লাখ পিস ডিম উৎপাদন করে থাকে। রমজান মাসে সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় আমিষের ঘাটতি পূরণে সুলভ মূল্যে এই ডিম ও মুরগি বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও চাঁচড়ায় আফিল গ্রুপের এই বিক্রয় কেন্দ্রে সুলভ মূল্যে নিজেদের খামারে উৎপাদিত সবজি ও মাছও বিক্রি করা হবে। সব পণ্যই বাজার মূল্যের চেয়ে কমে বিক্রি করা হয়। পুরো রমজান মাসজুড়ে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই বাজার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সরকারি মুরগির খামারের উপ-পরিচালক বখতিয়ার হোসেন।