বিনোদন ডেস্ক
বলিউডের কিং শাহরুখ খান ও ভাইজান সালমান খান। ‘পাঠান’ সিনেমায় মুখোমুখি হয়ে ছিলেন দু’জন। আবারও এক সিনেমায় তাদের দেখো যাবে। সিনেমার নাম ‘টাইগার ভার্সেস পাঠান’। ছবিটি পরিচালনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি টাকার ব্যবসার বেশি ব্যবসা করেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ‘পাঠান’ ছবিতে খুব অল্প সময় স্ক্রিনে শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখা গেছে। শাহরুখ-সালমান জুটির রসায়নে মুগ্ধ দর্শক। আর তাই দুই তারকাকে এক ছবিতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে যশ রাজ ফিল্মস।
‘করণ অর্জুন’-এর পর শাহরুখ এবং সালমান কোনও ছবিতে একসঙ্গে কাজ করেননি। মাঝে মাঝে অতিথি চরিত্র হিসেবে একে অপরের ছবিতে অংশ নিয়েছেন তারা। ‘টাইগার ভার্সেস পাঠান’ অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে। জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই ছবিটির।
আরও পড়ুন:অপূর্ণ থেকে যাওয়া শাহরুখের ইচ্ছা!
