ঢাকা অফিস
রাজধানীতে আবারও সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ ঝরেছে। মিরপুর ১ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আবু তৈয়ব (২৯) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পাশে সনি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
আবু তৈয়বের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুরের বড়ই গ্রামে। তার বাবার নাম আবু হানিফ। তিনি কী করতেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে নিহত ব্যক্তি প্রিন্স প্লাজার দিক থেকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হচ্ছিলেন। তখন সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিবপুর থেকে তৈয়বের পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তারা এলেই মামলা করা হবে।
আবু তৈয়ব কী করতেন এমন প্রশ্নে ওসি বলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তার পরিবারের লোকজন এলে জানা যাবে।
রাজধানীতে এর আগেও সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণহানি হয়েছে। ২০২১ সালের নভেম্বরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান। তারও কয়েকদিন আগে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের।
ওই দুটি ঘটনার পরও এমন আরও দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২০২২ সালের জানুয়ারিতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড়ু দেয়ার সময় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী (৫৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হন। এরপর ওই বছরের জুলাইতে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সামনে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় সাব্বির আহমেদ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ‘পুলিশ পিটিয়ে’ গ্রেপ্তার ৫ খেলোয়াড়ের জামিন