নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শনিবার ব্যার্টিং ব্যর্থতায় সিরাজগঞ্জের কাছে ৩৬ রানে হারে যশোর। সোমবার দ্বিতীয় ম্যাচে আরও চরম ব্যার্টিং বিপর্যয়ে পড়ে যশোর। জামালপুর জেলা স্টেডিয়ামে শতকও পার করতে পারেনি তারা। ৮২ রানে গুটিয়ে ফরিদপুরের কাছে হেরেছে পাঁচ উইকেটে। এ পরাজয়ের মধ্যে দিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আসাদুল্লাহ খান বিপ্লবের শিষ্যদের। শুধু বিদায়ই নয়, ১৭ মার্চ শেষ ম্যাচে শরিয়তপুরের বিপক্ষে না জিততে পারলে টায়ার-১ থেকে টায়ার-২ এ নেমে যাবে যশোর।
এদিন তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় যশোর। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আকাশ চলে যাওয়ায় দলে পরিবর্তন অবধারিত ছিল। এছাড়া জরুরি ভিত্তিতে দলে ডাকা হয় সাদমান ইসলাম ও সিফাত ইসলাম মিমকে। দল থেকে বাদ দেয়া হয় অভিক ঘোষ বিল্টুকে ও ডানহাতি পেসার নাহিদ হাসানের পরিবর্তে খেলানো হয় রনি হোসেনকে।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে যশোর ৩১ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৮২ রান করে। জবাবে ২৫ ওভার দুই বল শেষে পাঁচ উইকেট হাতে রেখে খুব সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদপুর জেলা।
যশোরের সাদমান ৩২ বলে তিনটি চারে ১৮, শামীম শরীফ ১২ বলে একটি চারে ১১, আশিকুল ইসলাম ৩৭ বলে দু’টি চারে ১৫ ও ২০ বলে রনি হোসেন ১০ রান করেন। ফরিদপুরের রিয়াজুল হুদা ১৫ রানে তিনটি, উত্তম সরকার তিন রানে ও রনি ইসলাম ১৬ রানে নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাহাদত হোসেন, সবুজ শেখ ও আশরাফুল ইসলাম।
ফরিদপুরের ব্যাটিং ইনিংসে ইমরান হোসেন ২৩ বলে তিনটি চারে ২০, জর্ডান হোসেন ৬৯ বলে তিনটি চার ও এক ছয়ে অপরাজিত ৩২ ও আশরাফুল আলম ১৭ বলে দু’টি চারে ১৪ রান করেন। বল হাতে যশোরের মাহফুজুর রহমান টিটো ২৯ রানে তিনটি, সাদমান ও রনি হোসেন নিয়েছেন একটি করে উইকেট।