নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার বুধবার বিকেলে দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ ও চান্দুটিয়া বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করে ভোট চান।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদস্য বিপ্লব সুলতান বিপু, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সহ ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপন, নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
