বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেত্রী শাবনূর। সেখানে তার বাসায় বেড়াতে গেছেন আরেক অভিনেত্রী পূর্ণিমা। স্বামী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন তিনি।
শাবনূরের বাসায় গিয়ে গত শুক্রবার সন্ধ্যায় পূর্ণিমা তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে দর্শকদের সঙ্গে শাবনূরের সাক্ষাৎ করান। লাইভে এসে দুজনে একে-অন্যের প্রশংসায় মেতে ওঠেন। নিজেদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মুখরোচক গল্প কিংবা গুঞ্জন নিয়েও কথা বলেন তারা।
এ সময় পূর্ণিমাকে শাবনূর বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।
শাবনূরের এ কথার প্রসঙ্গ টেনে পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি (শাবনূর) আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট।
আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারে-কাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।
এমন কথা শুনে শাবনূরও নেমে পড়েন পূর্ণিমার প্রশংসায়। হেসে হেসে শাবনূর বলেন, ‘পূর্ণিমার এত গুণ! আমার মনে হয় আমি ওর মতো পারব না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফরম্যান্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।
শাবনূর-পূর্ণিমা তাদের লাইভের শেষে ভক্তদের জন্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে ভুল করেননি।
গত বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। প্রথম সংসারের কন্যা আরশিয়া উমাইজাকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেছেন শাবনূর ও অনিক। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে ঘিরেই তার ব্যস্ততা।
আরও পড়ুন: মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অভিনেতা রজতাভ দত্ত!
১ Comment
Pingback: আবার আলোচনায় ক্লাইন