নিজস্ব প্রতিবেদক
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। যশোর-৩ আসনের সংসদ কাজী নাবিল আহমেদ ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে যেয়ে শেষ হয়। সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সভায় তিনি বলেন, ‘দেশে আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষিরা বিপ্লব সাধন করেছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। নিরাপদ মাছ উৎপাদন করতে হবে। যার মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা, জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, উদ্যোক্তা কামরুজ্জামান টুটুল। অনুষ্ঠানে ছয়জন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে যশোরের দুই শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোর পৌর পার্কের পুকুরে মৎস্য অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
