আন্তর্জাতিক ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আবারও হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের ওপর বিশ্বাস স্থাপন নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি কাউকেই বিশ্বাস করি না।’
বিবিসিকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিবিসির প্রতিনিধির সঙ্গে কথা বলেন তিনি। ২০ মিনিটের ওই সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প।
পুতিন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর ওপর হতাশ, কিন্তু সম্পর্ক শেষ করিনি। কিন্তু আমি হতাশ।’ তিনি বলেন, ‘আমাদের (পুতিনের সঙ্গে) দারুণ একটা আলাপ হবে। আমি বলব, ভালো, মনে হচ্ছে চুক্তি প্রায় হয়ে এসেছে। এরপরই তিনি (পুতিন) কিয়েভে একটা ভবন ধ্বংস করে দেবেন।’
ইউক্রেনে হামলা বন্ধ করানো প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা চেষ্টা করছি।’
পেনসিলভানিয়ায় তাঁর নির্বাচনী জনসভায় হামলার ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন ট্রাম্প। তখনই বিবিসির সঙ্গে কথা হয় তাঁর।
ওই হামলা প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি চেষ্টা করেন ঘটনাটি যতটা সম্ভব না ভাবতে। তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ভাবতে পছন্দ করি না।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বেশিদিন ভাবলে তা জীবনের অনেক কিছু বদলে দিতে পারে।’
ট্রাম্প জানান, চলতি বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে সফর করবেন তিনি। তিনি বলেন, ‘রাজা চার্লসকে সম্মান জানাতে চাই, কারণ তিনি একজন ভদ্রলোক।
