নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া পিয়ারীমোহন রোডে আমেরিকা প্রবাসী এক দম্পতির জমি প্রতিবেশীর বিরুদ্ধে। জাল দলিলের মাধমে দখলের অভিযোগ উঠেছে। মিজানুর রহমান ছোট বাবু ও বিপুল হোসেন ১৮২৯ দাগের ১০ শতক জমির মধ্যে ১ দশমিক ৩৮ শতক জমি তাদের মা লুৎফুন নেছার নামে জাল দলিল করে নিয়েছেন। ছোট বাবু ও বিপুল এ জমির শুধু জাল দলিলই নয়, এরমধ্যে নামপত্তন করে ডেভলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাড়ির নকশা পাশ করে নিয়েছেন পৌরসভা থেকে। এ জমির খাজনা দিতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে বলে জানান জমির মালিক রুহুল আমিন।
অভিযোগে জানা গেছে, রুহুল আমিন দম্পতি দীর্ঘ বছর আমেরিকা প্রবাসী। শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের আরএস ৭৮৪ খতিয়ানের ১৮২৯ দাগের ১০ শতক জমি পৈত্রিক সূত্রে মালিক। এ জমি তিনি দীর্ঘ বছর ধরে কর-খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। চলতি বছর খাজনা দিতে গিয়ে বাধে বিপত্তি। তার মালিকানা ১০ শতক জমির মধ্যে ১ দশমিক ৩৮ শতক জমি ৫০৩৮/২১ দলিলের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। যার গ্রহিতা প্রতিবেশী লুৎফুন নেছা। এ জাল দলিল দিয়ে লুৎফুন নেছার দুই ছেলে ছোট বাবু ও বিপুল সদর ভুমি অফিসে আবেদন করে নামপত্তনও করে নিয়েছেন। একই সাথে ছোট বাবু ও বিপুল তাদের জমির সাথে জালিয়াতি করে নেয়া ১ দশমিক ৩৮ শতক জমি তাদের জমির সাথে একীভূত করে একটি ডেভলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে পৌরসভা থেকে ভবন তৈরির নকশা অনুমোদন করিয়েছেন।
প্রকৃত পক্ষে এ জমি রুহুল আমিন দম্পতি কারো কাছে বিক্রি করেননি। পরে তিনি রেজিস্ট্রি অফিস থেকে ৫০৩৮/২১ নম্বর দলিলের নকল তুলে দেখেন সদরের বড়হৈবতপুর মৌজার একটি জমির দলিলের নম্বর। রুহুল আমিন দম্পত্তির জমির দাগ-খতিয়ানের সাথে এ দলিলের জমির দাগ-খতিয়ানের কোন মিল নেই।
রুহুল আমিন জানিয়েছেন, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি দীর্ঘ বছর ধরে কর-খাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন। ছোট বাবু ও তার ভাই বিপুল জালজালিয়াতি করে তাদের মায়ের নামে এ জমির ১ দশমিক ৩৮ শতক জমি দলিল করে নিয়েছিলেন। এ বছর খাজনা দিতে গিয়ে বিষয়টি বুঝতে পেরে সদর ভুমি অফিসে লুৎফুন নেছার নামে নামপত্তন বাতিল চেয়ে মিস মামলা করি। শুনানি শেষে ওই নামপত্তন বাতিল ও আমার দাগের সাথে একীভূত করার আদেশ দিয়েছেন কর্তৃপক্ষ। তিনি এ জালিয়াতি চক্র সনাক্ত ও তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।