নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ এখনো শেষ হয়নি। এরমধ্যে তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের আয়ারল্যান্ডের সফর। এর আগে ১৫ মার্চ বিসিবি একাদশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারিরা। বিসিবি একাদশের দলে সুযোগ পেয়েছেন যশোরের অরিদুল ইসলাম আকাশ। আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা না হলেও যশোর জেলা দলের কোচ আসাদুল্লাহ খান বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যশোর জেলা দলের সাথে জামালপুর ছিলেন এ বাঁহাতি স্পিনার। সেখান থেকে রোববার দলে থাকার সুখবর পান। ওই রাতে ঢাকায় পৌঁছান আকাশ। মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ ফ্লাইটে ঢাকা থেকে সৌম্য সরকার-আকবর আলীদের সাথে সিলেট যাবেন আকাশ।
সর্বশেষ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৩৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। আকাশ বাঁহাতের ঘূর্ণিতে ১৫ ইনিংসে ৩.৮৭ ইকোনমি ও ১৩.৭৬ গড়ে এই উইকেট নেন। ওয়ানডে ফরম্যাটের এ গড় ও ইকোনমি যে কোন ক্রিকেটারের জন্যই ঈর্ষনীয়।
যশোর এসএস ক্রিকেট কোচিং সেন্টারের কোচ শামসুদ্দিন শাহাজি নন্টুর হাতে ক্রিকেটে হাতে খড়ি হয় আকাশের।
