নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার উদযাপিত হয়েছে আরআরএফের ৪০ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে প্রতিষ্ঠানের আরআরএফ ট্রেনিং সেন্টারে বসেছিল মিলনমেলা। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মী ছাড়াও জড়ো হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণের পাশাপাশি ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদানও।
মঙ্গলবার বিকেলে বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন, সিডিএফের নির্বাহী পরিচালক আব্দুল আওয়াল, আরআরএফের চেয়ারম্যান মীর রওশান আলী মনা, নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, উপ-নির্বাহী পরিচালক পিংকুরীতা বিশ্বাস, সহকারী নির্বাহী পরিচালক এ্যান্টনী বিশ্বাস, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
এরপর উৎসব মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের পর মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। এতে সভাপতিত্ব করেন আরআরএফের চেয়ারম্যান মীর রওশান আলী মনা। অন্যান্য অতিথিরা এসময় বক্তৃতা করেন। তারা আরআরএফের প্রতিষ্ঠার পর থেকে টিকে থাকার সংগ্রাম, মানুষের জন্য কাজ করা এবং আজকের এই অবস্থান অর্থাৎ অসহায় মানুষের সহায় হয়ে ওঠার নানা গল্প শোনান প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। বলা হয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে অবহেলিত নারী ও শিশুর আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরআরএফ অসামান্য অবদান রেখে চলেছে। আর এসব কাজ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বিশ্বাস ও আস্থায় মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে।
দেশের মানুষের সেবার পাশাপাশি এখন আরআরএফ বিদেশেও সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্ততি নিচ্ছে বলেও জানান আলোচকরা। তারা বলেন, ইতিমধ্যে কঙ্গোতে কাজ করার অনুমতি পাওয়া গেছে।
এদিকে, আরআরএফের ৪০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে জমকালো সাজে সেজেছিল রামনগর ট্রেনিং সেন্টার। রং-বেরঙের পতাকার, প্লাকার্ডের পাশাপাশি ছিল আলোকসজ্জাও। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ কর্মীকে সম্মাননা প্রদানের পাশাপাশি সাধারণ পরিষদের সদস্যদের আজীবন সম্মাননা ও অতিথিদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অনুষ্ঠানমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।