নিজস্ব প্রতিবেদক
মোটরপার্টসসহ বিভিন্ন ব্যবসার অন্যতম হাব যশোর শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়ক এলাকা। এই এলাকার ব্যবসায়ীরা শুধু বাণিজ্যিক চিন্তা ভাবনা করেন না। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন। সেবা করেন অসহায় মানুষের। এরই ধারাবাহিকতায় এবার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যশোর থেকে দুই হাজার লোকের খাবার ও কাপড়, তিনজন ডাক্তার নিয়ে বন্যা কবলিত কুমিল্লার উদ্দেশ্য ত্রাণবাহী ট্রাক যাত্রা করেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে আরএন রোড নতুন বাজারে অবস্থিত অস্থায়ী ত্রাণ সংগ্রহ ক্যাম্প থেকে বন্যার্তদের জন্য খাবার ও কাপড় ট্রাক বোঝাই দিয়ে কুমিল্লার উদ্দেশ্য রওনা দেন।
ত্রাণবাহী ট্রাক যাওয়ার আগে ব্যবসায়ী নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, বর্তমান দেশের বন্যা দূর্গত মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আরএন রোডের মোটরপার্টসসহ অন্যান্য ব্যবসায়ীরা দেশের এ সংকটময় মুহূর্তে বানভাসি অসহায় মানুষের সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা দুই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি। প্রতি প্যাকেটে ৬শ টাকার মতো বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। এর মধ্যে ৩ কেজি চাউল, এক কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল, লবণ, ৫ প্যাকেট খাওয়ার স্যালাইন, ৩০০ গ্রামের টোস্ট বিস্কুটের প্যাকেট, দুই লিটার মিনারেল ওয়াটার, গ্যাস লাইট ও মোমবাতি। এছাড়া প্যাকেটের বাইরে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, গুড় ও জরুরি ব্যবহারের জন্য কাপড় নেয়া হয়েছে।