নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে শনিবার শহরের আরএন রোডে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা ভোটার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় সেখানে ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।
এসময় প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করেন ব্যবসায়ী ঐক্য পরিষদ বিজয় লাভ করলে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, কর জটিলতার সমাধানসহ ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাবেন।
মতবিনিময় সভার শুরুতেই শেখ আতিকুর বাবু প্যানেল পরিচিতি পাঠ করে শোনান। এরপর প্রার্থীরা ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার নানা রকম প্রতিশ্রুতি দেন।
একই সাথে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল প্রধান যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খানকে চক্রান্ত করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। এসময় ভোটাররা মিজানুর রহমান খানকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখার জবাব ব্যালটে দেবেন বলে প্যানেলটির সদস্যরা জানান।
ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, সাজ্জাদুর রহমান সুজা ও ইদুল চাকলাদার।
সাধারণ সদস্য পদে আরও নির্বাচন করছেন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, শাহিনুর রহমান ঠান্ডু, সায়েম সিদ্দিক, মকছেদ আলী, রিপন অটোর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দীন টিপু এবং খায়রুল কবীর চঞ্চল।
এছাড়াও সহযোগী সদস্য প্রার্থী হিসেবে প্যানেলটিতে রয়েছেন সৈয়দ শাহজাহান আলী খোকন, সোহেল মাসুদ হাসান টিটো, তৌহিদুর রহমান বাবু, আজিজুর রহমান খান, ইদ্রিস আলী ও রিজভি জাহাঙ্গীর কিবরিয়া।
নানা জটিলতার কারণে দীর্ঘ আট বছর ব্যবসায়ীদের এই সংগঠনটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তবে গত ১৯ অক্টোবর তফসিল ঘোষণার পর থেকেই ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অপর প্যানেল ব্যবসায়ী অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর কবু-মিজানুর রহমান ও আসাদুজামান মিঠু।
