নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহারুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যান শাহারুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাসসহ আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব-নির্বাচিত চেয়ারম্যান শাহারুল ইসলাম।
উল্লেখ্য, চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান মারা গেলে গত ২ নভেম্বর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকের প্রার্থী যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হন।