নওয়াপাড়া পৌর প্রতিনিধি
অভয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার প্রত্যয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিনী দিলরুবা পারভেজ। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আমেনা ইসলাম, সেলিনা বেগম, মশিয়াহাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তুহিন শুভ্র চক্রবর্তী, তথ্যসেবা উদ্যক্তা আবু সাইদ ও স্থানীয় নারী নেতৃবৃন্দ।