কল্যাণ ডেস্ক: আলোকিত হচ্ছে পদ্মা সেতু। বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। আগামী মাসের মধ্যেই পুরো সেতুতে ল্যাম্পপোস্ট বসানো শেষ হবে। নির্ধারিত সময় জুনেই পদ্মা সেতু খুলে দিতে দিনরাত চলছে কর্মযজ্ঞ। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য খুলে দিতে ক্রমেই এগিয়ে যাচ্ছে উদ্বোধনের দিকে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সরেজমিন দেখা যায়, মূল পদ্মা সেতুতে শুরু হয়েছে ল্যাম্পপোস্ট বসানোর কাজ। সেতুর জাজিরা প্রান্তের ৪০ নম্বর খুঁটি থেকে ল্যাম্পপোস্ট বসানো হচ্ছে।
প্যারাপেট ওয়ালের ওপর আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে টেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। ১১ দশমিক ২০ মিটার দীর্ঘ এই ল্যাম্প পোস্টই রাতে সেতুকে আলোকিত রাখবে। আগামী মাসেই সব পোস্ট বসানো সম্ভব হবে।
পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, স্ট্রিট লাইটের কাজ চলমান আছে।
সাড়ে ৩৭ মিটার দূরত্বে প্রতিটি ল্যাম্পপোস্ট বসানো হচ্ছে। মূল সেতুতে বসছে ৩২৮টি পোস্ট। আর মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১ ও জাজিরা প্রান্তে বসবে ৪৬টি পোস্ট।