নিজস্ব প্রতিবেদক :
যশোরের ঐতিহ্যবাহী হামিদপুর আল-হেরা কলেজের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এবারের এইচএসসিতে ৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৯২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ৫৭ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ফলাফলে খুশি হয়েছেন শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
হামিদপুর আলহেরা কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, শিক্ষক ও ম্যানেজিং কমিটির চেষ্টা এবং অভিভাবকদের আন্তরিকতায় সাফল্য ধরে রাখা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করায় এবার পাসের হার ৮৯ দশমিক ৫৭ ভাগ। এরমধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও এ গ্রেড পেয়েছে ১১৬ জন, এ মাইনাস পেয়েছে ৭২ জন। অন্যরা বি এবং সি গ্রেড প্রাপ্ত হয়েছে। গত বছর এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিল ৪৯ জন।
করোনায় কলেজ বন্ধ থাকা, করোনা পরবর্তী শিক্ষার্থীদের দীর্ঘ অনুপস্থিতি, শিক্ষকদের সাথে যোগাযোগ না থাকায় কিছু শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ায় কারণ হিসেবে চিহ্নিত করছে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের সভাপতি কাজী ইনাম আহমেদ, অধ্যক্ষ মফিজুল ইসলাম ও উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন।