আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পিরোজপুর ইসমাইল সরদার ১৪ জনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন। ৯৯৯ এ অভিযোগ করার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এজাহারে প্রকাশ পিরোজপুর গ্রামের রিপিয়ান, আনারুল গাজী, সুবোধ মন্ডল গংরা নির্বাচনী শত্রুতার জের ধরে ইসমাইল সরদারে পরিবারের লোকজনকে খুন, জখম, মারপিট ক্ষয়ক্ষতি ও ঘের লুটপাট করার চেষ্টা চালিয়ে আসছে। গত সোমবার রাতে আসামিরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ইসমাইল সরদারের বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে ঘরে আটকে রেখে মারপিট শুরু করে। এ সময় তারা বাড়ির টাকা পয়সা এবং আসবাব পত্র ভাংচুর ও লুটপাট করে। এছাড়া বসত বাড়ি সংলগ্ন মৎস্য ঘের থেকে বাগদা, গলদা, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে লুট করে নিয়ে যায়।