সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় উর্মিলা মন্ডল (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ প্রমিলা মন্ডল দিনমজুরের কাজ করতে মাঠে যাচ্ছিলেন।
পথিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ি পাশে পৌঁছাল দুটি মাটিবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক জব্দ করলেও ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পলাতক।