আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ৫ম ধাপে ইউপি নির্বাচনে নির্বাচিত উপজেলার ১১ ইউনিয়নো ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের হল রুমে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবীর।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডিডিএলজির কর্মকর্তা মাসরুবা ফেরদৌস ও আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। দায়িত্ব গ্রহণ করে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সংকার দিপ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস গাজী, প্রতাপনগর আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলান আবু বক্কর সিদ্দিক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ও মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবক হিসাবে এ ইউনিয়নের দায়িত্ব ভার গ্রহণ করেছি।