আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ওয়াপদার জমিতে পর্যাপ্ত মাটি থাকা সত্ত্বে¡ও সে মাটি না নিয়ে ব্যক্তি মালিকানার জমিতে বৃহৎ খাদ করে মাটি নিয়ে ওয়াপদা সংস্কারের কাজ করা হচ্ছে। ব্যক্তি মালিকানার জমি ও মৎস্য ঘের হতে মাটি কাটা বন্দের দাবি জানিয়েছেন জমির মালিকরা ।
জমির মালিক রফিকুল ইসলাম ফকির, মকফুর হোসেন ফকির, সউদ ফকির, রশিদ সরদার, রহমান ফকির, রহমাতুল্লাহ ফকির প্রমুখ পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদনে জানিয়েছেন, কেয়ারগাতি মৌজায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের সংস্কার কাজ চলছে। কিন্তু ঠিকাদার রিভার সাইটে পর্যাপ্ত মাটি থাকা স¦ত্ত্বেও সেখান থেকে মাটি না কেটে কান্ট্রি সাইটের মাটি কেটে বাঁধে দিচ্ছে। জমিতে চলতি বোরো মৌসুমের ধান চাষ করা হয়েছে, রয়েছে মৎস্য ঘের। শান্তিলালের ধান ক্ষেত, মোহনের পুকুর, পঙ্কজ, কপিল মন্ডলের মৎস্য ঘেরের মাটিসহ নড়েরাবাদের ২২ ব্যক্তির জমির মাটি কাটা হয়েছে। আরো প্রায় ৫০ জনের রেকর্ডীয় জমিতে মাটি কাটার কার্যক্রম চলছে। পাউবোর জমির মাটি না কেটে রেকর্ডীয় জমির ধান ক্ষেত নষ্ট করে, মৎস্য ঘেরের মাছ নষ্ট করে এবং ভবিষ্যতে চাষাবাদ ও জমির ব্যাপক ক্ষতি সাধন করে মাটি কাটা হচ্ছে। জমিতে বৃহৎ আকারের গর্তের সৃষ্টি ও জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘেরের মাছ নষ্ট হওয়াসহ সার্বিক ভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঠিকাদার তার ব্যক্তিগত লাভের লক্ষ্যে কৃষকদের লাখ লাখ টাকার ক্ষতিসাধন করায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। তারা মৌখিকভাবে কাজে বাধা দিলেও শোনা হচ্ছে না। এ ব্যাপারে তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে সাইটে কাজের সাথে জড়িত ম্যানেজার লিটন ও ভেকু মেশিন চালকের সাথে কথা বললে তারা জানান, উভয় পাশে মাটি কাটার নিয়ম আছে।
সর্বশেষ
- নারী বিভাগের ফাইনালে রিপন অটোস স্পোর্টস একাডেমি
- নেতাকর্মীর পদচারণায় মুখর যশোর বিএনপির কার্যালয়
- ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির নির্বাচনে মনোনয়নপত্র ক্রয়
- জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুনীর্তিতে চ্যাম্পিয়ন করেছে : যশোরে ফয়জুল করীম
- সব স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবিতে মানববন্ধন
- যশোরে কৃত্রিম সংকটের নামে বাড়তি দামে সার বিক্রি
- যশোরে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা মঙ্গলবার
- যশোরে প্রথমবার ৩ এক্স ৩ বাস্কেটবল