আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়দল গ্রামে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে শুক্রবার আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে প্রকাশ উত্তর বড়দল গ্রামের মনিরুল ইসলামের কন্যা বড়দল কলেজিয়েট স্কুলের ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের ইয়াছিন সরদার প্রায়ই উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার ভোরে ওই স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে এসে মুখে সাদা কাপড় দিয়ে পাজাকোলা করে মোটরসাইকেলে তুলে ঘটনাস্থল ত্যাগ করার আগে তার ডাক চিৎকারে আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার পিতা বাদী হয়ে ইয়াছিন সরদারকে ১নং আসামি করে ৪ জনের নাম উল্লেখ পূর্বক আশাশুনি থানায় এজাহার করেছেন।