নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেটের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মণিরামপুর ক্রিকেট একাডেমি। রোববার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্যারাবোলা পদ্ধতিতে মণিরামপুর ২১ রানে হারায় দেশ ক্রিকেট একাডেমিকে।
মণিরামপুর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। দেশ ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করার পর বৃষ্টি শুরু হয়। পরে মাঠ খেলার অনুপযোগী থাকায় প্যারাবোলা পদ্ধতিতে মণিরামপুর ক্রিকেট একাডেমিকে জয়ী ঘোষণা করা হয়। এই জয়ে মণিরামপুর ক্রিকেট একাডেমি দ্বিতীয় বিভাগ টায়ার-২ থেকে টায়ার-১ খেলার আশা বাঁচিয়ে রাখল। শেষ ম্যাচে মুখোমুখি হবে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর ও দেশ ক্রিকেট একাডেমি। এই ম্যাচে ইয়াকুব আলী জিতলে মণিরামপুরকে সঙ্গে নিয়ে তারা উঠে যাবে টায়ার-১ পর্বে। আর দেশ ক্রিকেট একাডেমি জিতলে রানরেটে এগিয়ে থাকা দল দুটির উন্নতি হবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল আগামী মৌসুমে টায়ার-১ খেলার সুযোগ পাবে।
ব্যাট হাতে মণিরামপুর ক্রিকেট একাডেমির রায়হান ৩৮ বলে ৫টি চার ও ৩টি ছয়ে অপরাজিত ৪৮, বাদশা ৩২ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৪০ ও দলীয় অধিনায়ক মিঠুন ২৯ বলে ৩৪ রান করেন। দেশ ক্রিকেট একাডেমির রনি, রবিউল ও মুন একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে দ্বিতীয় বলে উইকেট হারায় দেশ ক্রিকেট একাডেমি। ৩৫ রানের মধ্যে আরও দুই উইকেট হারালে ওপেনার জ্যাকি ও রবিউলের ব্যাটে জয়ের পথে ছিল দলটি। তবে ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৩৫ রান করার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির আগে জ্যাকি ৬১ বলে ৮ চারে ৫৪ ও রবিউল ইসলাম ৩৬ রান করেন। মণিরামপুর ক্রিকেট একাডেমির রাজু ২৪ রানে ৩টি ও সাদ্দাম দুটি উইকেট দখল করেন।