নিজস্ব প্রতিবেদক
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করায় ইউপি সদস্য জুতা দিয়ে পিটিয়েছেন এক গ্রাম পুলিশকে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরে যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের গুলবাগপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রাম পুলিশ এনামুল হোসেন জানান, শুক্রবার দুপুরে ঝিকরগাছা থানার এসআই সুমন গোলবাগপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আহসান আলীকে (৬০) গ্রেফতার করে থানায় নিয়ে যান। এরপর এক নম্বর ওয়ার্ডের মেম্বার তরিকুল ইসলামসহ তার সাঙ্গপাঙ্গরা আমাকে জুতা দিয়া পেটায় এবং লাঠিসোটা দিয়ে মারধর করে।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি ট্যাক্স আদায় করে ফেরার পথে আদায়কৃত টাকাসহ আদায় বই ছিনিয়ে নেয় এক নম্বর ওয়ার্ডের মেম্বার তরিকুল ইসলামসহ তার সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করেন গ্রাম পুলিশ এনামুল হোসেন। ওই মামলার আসামি আহসানকে শুক্রবার পুলিশ গ্রেফতার করায় ইউপি সদস্য তরিকুল ইসলামসহ তার সাঙ্গপাঙ্গরা গ্রাম পুলিশ এনামুলকে জুতাপেটা করে।
এ বিষয়ে ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, তাকে কেউ জুতা দিয়ে পেটায়নি এবং কেউ মারেনি।
ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাসকে কয়েকবার ফোন দেয়া হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
আরও পড়ুন:ঈদ উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার