ঢাকা অিফস : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিসেম্বরেই ‘খেলার’ আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব, খেলতে চান? ডিসেম্বরে আপনাদের বিরুদ্ধে খেলা হবে। মাঠে আসেন।’
শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন কাদের।
তিনি বলেন, ‘দুবাই থেকে টাকা এনে বরিশালে সমাবেশ করছেন। বড় বড় পাতিলে রান্না করছেন। আপনারা কুমিল্লায় এসে দেখে যান, একটি মহানগর সম্মেলনে কত মানুষ এসেছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে দিবাস্বপ্ন দেখা থেকে বিরত থাকতে বলেন। এসব স্বপ্ন তাদের কোনো কাজে আসবে না বলেও জানান তিনি।
কাদের বলেন, ‘আপনারা সরকার পতনের যে স্বপ্ন দেখছেন, তা কর্পূরের মতো উড়ে যাবে। আগামীতে শেখ হাসিনাই আবারও প্রধানমন্ত্রী হবেন।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ অন্যরা।