নিজস্ব প্রতিবেদক
যশোরের প্রতিভাবান ফুটবল খেলোয়াড় ফাহিম হোসেন। গতবছরের নভেম্বরে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে দ্বিতীয় ফুটবল লিগ খেলার সময় বাম পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। আবার খেলার মাঠে ফিরতে অপারেশন করার প্রয়োজন। যা অত্যন্ত ব্যয়বহুল। যা কলেজের নৈশ প্রহরী বাবা আহাদ আলী পক্ষে ব্যয়ভার বহন সম্ভব না। এমনবস্থায় ফাহিমের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে ইয়ামাহ রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে যশোর শহরের চারখাম্বা মোড় এলাকার ইয়ামাহ ডিলার পয়েন্টে সদস্যদের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেয়া হয়।
ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই অংশ হিসেবে ফাহিমের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়েছে। আমরা আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাতকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফসহ ইয়াামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্য।