নিজস্ব প্রতিবেদক
যশোরে ওসির সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে ডেকে এনে এক ইউপি সদস্যসহ আওয়ামী লীগের দুই কর্মীকে মারপিটের পরে পেন্ডিং মামলায় চালান দেয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে দুই দারোগার বিরুদ্ধে। গত রোববার রাতে শহরের আশ্রম রোড ও সদর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তাদের ডেকে আনা হয়। পরে সোমবার তাদের জেলা বিএনপি অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় আদালতের মাধমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন, যশোর শহরের শংকরপুর নিউ রামকৃষ্ণ আশ্রম রোড বাহাদুর হোসেনের ছেলে সাইদুল ইসলাম ও সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে ও ইউপি সদস্য আসাদুজ্জামান খোকন।
মামলায় জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে যশোর জেলা বিএনপি অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় একই বছরের ৮ সেপ্টেম্বর বিএনপি নেতা এমএ গফুর বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ গত রোববার রাতে কাশিমপুর ইউপি সদস্য আসাদুজ্জামান খোকন ও শংকরপুর এলাকার সাইদুল ইসলামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
ইউপি সদস্য আসাদুজ্জামান খোকন বলেছেন, কোতোয়ালি থানার এসআই তাপস কুমার গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে আসেন। এসময় ওই দারোগা বলেছেন ওসি স্যার আপনার সাথে কথা বলবে।
একই ধরণের বক্তব্য দিয়েছেন সাইদুল ইসলাম। তিনি বলেছেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই খান মাইদুল ইসলাম বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে আসেন। সাইদুলকে বলা হয়েছে ডিবির ওসি স্যার আপনার সাথে কথা বলবেন। দুইজনকেই রাতে ডিবি অফিসে এনে আওয়ামী লীগের আন্দোলনের কর্মসূচিতে লিফলেট বিতরণের অভিযোগ তুলে তাদের দুইজনকে রাতভর মারপিট করা হয়।