চৌগাছা ধুলিয়ানী ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক: অস্ত্র ও মাদকসহ ১৬ মামলার আসামি শফিকুল ইসলামকে যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। শনিবার ওই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতিসহ আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। ১৬ মামলার আসামিকে সভাপতি মনোনীত করায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি ৫ বছর বিদেশে থেকে কিছু দিন আগে দেশে এসেই দলে পদ পাওয়ায় অন্য পদপ্রত্যাশীরা ক্ষুব্ধ হয়েছেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে যশোরে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ১৪ জন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকায় শফিকুলেরও নাম ছিল। এরপর শফিকুল মালয়েশিয়া চলে যান। দীর্ঘ ৫ বছর সেখানে অবস্থান করেন তিনি। জ্জ মাস আগে শফিকুল দেশে ফেরেন।
পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, শফিকুলের নামে যশোরের তিনটি থানায় অস্ত্র-মাদকসহ ১৬টি মামলা রয়েছে। এগুলো হচ্ছে- চৌগাছা থানার অস্ত্র মামলা নম্বর-১৬ তাং-১২/০৪/২০১৭, মামলা নম্বর-১৫ তাং-১২/০৪/২০১৭, ধারা-৩০২/৩৪, মামলা নম্বর-১৭ তাং-১২/০৪/২০১৭, ধারা- ১৯(১) এর ৩ (খ), মামলা নম্বর-১৪ তাং-১৬/১২/২০১৫, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪, মামলা নম্বর-২০ তাং-২৯/১০/২০১৫, ধারা- ১৯(১) এর ৩ (খ), মামলা নম্বর-১০ তাং-১৮/০৬/২০১৫, ধারা- ১৯(১) এর ৩ (খ), মামলা নম্বর-১২ তাং-১৯/০৮/২০১৪, ধারা- ২৫ ই এর ১ (ই), মামলা নম্বর-১১ তাং-১৮/০৮/২০১৪, ১৯ (১) এর ৭ (ক) চৌগাছা থানার মামলা নম্বর-১৯ তাং-৩১/০৫/২০১৪, ধারা-১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ২৫ ই এর ১ (ই), মামলা নম্বর-০৯ তাং-১৭/০৫/২০১৫, ধারা- ১৯(১) এর ৭ (ক), মামলা নম্বর-০৭ তাং-১৩/০৫/২০১৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯, মামলা নম্বর-০৬ তাং-১৩/০৫/২০১৪, ধারা- ২৫ ই এর ১ (ই) এবং মামলা নম্বর-০৮ তাং-২৩/০১/২০১০, ধারা- ১৯ (১) এর ৩ (ক) /১৯(৪)/২০।
এছাড়া ঝিকরগাছা থানার মামলা নম্বর-১৫ তাং-২১/১০/২০১৫, ধারা- ১৯(১) এর ৩(খ), যশোর কোতয়ালি থানার মামলা নম্বর-৭৭ তাং-১৬/০৬/২০১৪, ধারা- ২৫ ই এর ১ (ই) ও মামলা নম্বর-৫৫ তাং-১৭/০৪/২০১৩, ধারা- ২৫ ই এর ১ (ই)।
চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ ইমামুল হাসান সবুজ জানান, শফিকুলের নামে বিভিন্ন সময় চৌগাছা থানায় কয়েকটি মামলা হয়। তবে যেসব মামলা আছে তা আদালতে বিচারাধীন। আমাদের তদন্তাধীন কোনো মামলা নেই। সব মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এখন বিচার প্রক্রিয়াধীন।
১৬ মামলার আসামির কথা স্বীকার করে শফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে ৩/৪টি মামলায় খালাস পেয়েছি। আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা করা হয়। পুলিশ ক্রসফায়ার দেবে বলে ৭ দিনে ১১টি মামলা দেয়। যদিও মামলার রেকর্ড তারিখ ও মাস তা বলছে না।
তিনি আরও বলেন, ৫ বছর মালয়েশিয়ায় ছিলাম। ৪/৫ মাস আগে দেশে এসেছি।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, কমিটি ঘোষণা করার আগে শফিকুলের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে, তা আমার জানা ছিল না। এটি এখন প্রকাশ্যে এসেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আমরা আলোচনা করেছি। আর ধুলিয়ানী ইউনিয়ন কমিটির অনুমোদনও দেয়া হয়নি। ফলে পরিবর্তন করা যাবে।
ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। সম্মেলন শেষে শফিকুল ইসলামকে সভাপতি এবং মাস্টার ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ফারুক আহমেদ কবীর ও এসএম আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান খাঁ ও বিশ্বনাথ বসু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ এবং দপ্তর সম্পাদক আমিনুর রহমান।