নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যশোরের কোন রাজনৈতিক প্রতিপক্ষই ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার বিকেলে শহরের আশ্রম রোডে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় একথা বলেন।
কর্মীসভায় প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের হারাতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে যশোর সদর উপজেলা নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। খারাপ লোকদের কোনভাবেই নেতা বানানো যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।’
অনুষ্ঠানের প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ একটি গণমুখী দল। আর একটি গণমুখী দলের লক্ষ্য ক্ষমতায় গিয়ে ভোগের নয়, মানুষের সেবা করার। সেই লক্ষ্য ও ব্রত নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের সেবা করে যাচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিল গোলাম মোস্তফা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলিম গাজী, স্বাস্থ্য বিষয় সম্পাদক জাহাঙ্গীর হোসেন, লোহা ও প্লাস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া খান।
উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন সাইফ, সদস্য দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সদস্য রবি মোল্লা, মিরাজ আলম অভ্র, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।