নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষকে হত্যার অভিযোগে ৯ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করেন মৃতের স্ত্রী টুম্পা রাণী ঘোষ। এ মামলায় বুধবার রাতে ৭ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতে পাঠালে আদালত ৬ আসামীর রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে কার্তিক, কল্লোল, সবুজ, মুন্না, তরুণ ও আয়ুব হোসেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, বরুণের স্ত্রী টুম্পা রাণী ঘোষ বুধবার রাতে ৯ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করেন।
শহরের বিশিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্টদের থেকে জানাযায়, ঝিনাইদহ-২ আসন থেকে ঈগল প্রতিক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমেও অপপ্রচারমূলক তথ্যও প্রচার হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, তিনটি বিষয়কে হত্যাকান্ডের জন্য প্রাথমিকভাবে মনে করছেন। প্রথমত: বরুণ ঘোষ তার বাড়ির জসিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন যা পুলিশ অবগত। দ্বিতীয়ত: যেহেতু তিনি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত-সে কারণেও হত্যাকান্ডের মত ঘটনা অস্বাভাবিক নয়। তৃতীয়ত: রাজনৈতিক বিষয়টিও এড়িয়ে দেয়া যায়না।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার মাঝিপাড়া মহাসড়কে একদল দুবৃর্ত্ত বরুণ ঘোষ কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র সমর্থক ছিলেন।