পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ আবু হানিফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। শেখ আবু হানিফ বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে জেলা সভাপতি আবু হানিফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সারাদেশের ন্যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন হয়।
তিনি মঙ্গলবার বিকেলে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম ও এ্যাড. শেখ আব্দুর রশিদ। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।