নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যে আকাঙ্খা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তার অন্যতম লক্ষ্য ছিল জনগনের ভোটাধিকার নিশ্চিত করা। ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত সেই ভোটাধিকার আজ নেই।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আওয়ামী লীগের অধীনে কোন দিন সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটি তারাই প্রমাণ করেছে। বারংবার তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। দেশে আজ পরাশক্তির চারণ ক্ষেত্র তৈরি হয়েছে।
তিনি বলেন, সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল বলেই জিয়াউর রহমান হাল ধরেছিলেন। পাশ্ববর্তী আগ্রাসন থেকে বাঁচবার জন্য সেদিন সিপাহী জনতা তার হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন। আজকে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে। আজকে তথাকথিত বন্ধু রাষ্ট্র আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। আমরা কেবল স্বৈরাচারকে হটানোর জন্য লড়াই করছি না। একই সাথে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছি। কারণ এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্রমেই বিপন্ন হতে থাকবে।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি যেভাবে নিজের জীবন বাজি রেখে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। আজকে আমাদেরকেও নিজের জীবন বাজি রেখে প্রতিটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। এই স্বৈরচার সরকারের পতন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনবান্ধব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়াত সকল নেতাকর্মী ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সারাউদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।