নিজস্ব প্রতিবেদক
সাত বছর আগে মণিরামপুরে ইউনুস আলী নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। যশোর ডিবি পুলিশের সাবেক দারোগা আবু সাইদ ও আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের বাসিন্দা ইউনুস আলী মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ নিয়েছেন। মামলার অপর আসামি মিজানুর রহমান পারখাজুরা গ্রামের মতলেব আলীর ছেলে।
মামলায় ইউনুস উল্লেখ করেছেন, তিনি একজন ব্যবসায়ী। আসামি মিজানুর রহমান পারখাজুরা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত। মিজানুর রহমানের ইন্ধনে অপর আসামি ডিবি পুলিশের সাবেক এসআই আবু সাইদ ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ইউনুস আলীকে বাড়ি থেকে তুলে যান। এরপরে তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাজি না হলে ইউনুস আলীকে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। বাধ্য হয়ে বাড়িতে মোবাইল করে টাকা দিতে বলা হয়। বাড়ি থেকে রাতে ওই দারোগা সাইদকে তিন লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়। ভোর রাতে ইউনুস আলীকে চোখ বাধা অবস্থায় পারখাজুরা বাজারের পাশে ছেড়ে দেন ওই দারোগা। এতদিন পরিবেশ না থাকায় এই ঘটনায় মামলা করা সম্ভব হয়নি।