নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভাবে জনগণের প্রতিপক্ষ হয়ে তাদের সম্পদ লুটপাট করাসহ সীমাহীন নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই সন্ত্রাসীদের এই সমাজে আর পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না। তারা আবারও জনগণের প্রতিপক্ষ হয়ে ওঠার চেষ্টা করে যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে।
সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন। সদর উপজেলা বিএনপির শুক্রবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আমরা তারেক রহমানের কর্মী প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা আইন হাতে তুলে নেইনি। আইনের মাধ্যমে বিগত ১৭ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সকল অন্যায় অত্যাচারের বিচার করা হবে। কিন্তু দলের কোন কর্মীর ওপর যদি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভর করার চেষ্টা করে, তাহলে সেই কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো.ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আল উদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।