মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কাটাখালি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি কাটাখালি গ্রামের মৃত ইনতাজ আলী দফাদারের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের কাটাখালির ডুমুরবিলে ৬ বিঘার একটি মাছের ঘের রয়েছে। ঘেরের চারপাশে লাউগাছ লাগানো। ইঁদুরে যেন লাউ গাছ কেটে দিতে না পারে সে জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। রোববার সন্ধ্যায় সে মাছের ঘেরে গিয়ে রাতে বাড়ি ফিরে না আসায় প্রতিবেশি রাতুল ও জাহিদ তাকে খুঁজতে বের হয়। পরে তারা ঘেরে তালের ডোঙ্গার উপর বিদ্যুতের তার জড়ানো অবস্থায় শহিদুলকে মৃত দেখতে পায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন তার মৃত্যু নিশ্চিত করে জানান, বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে শহিদুল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, খবর পেয়ে সোমবার সকালে শহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ বলেন, শহিদুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ মৃত্যুর কারণ জানা যাবে।