পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লুনা সী ফুডসের প্রতিনিধি দল।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির মান ও বাজার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জার্মান নাগরিক হাইকো লেংকের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সকালে ইউএনও’র কার্যালয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, এএসসি স্পেশালিস্ট থাইল্যান্ড নাগরিক দুয়াংচাই পিলা পোয়ংকিউ, কো অর্ডিনেটর ব্রাজিলের নাগরিক এফরান, এএসসি কো অর্ডিনেটর নেদারল্যান্ডের নাগরিক রায়, হেড অব সাপ্লাই চেইঞ্জ আতিকুজ্জামান চাকি, সাপ্লাই চেইঞ্জ কোঅর্ডিনেটর অজয় ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন।