চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিমড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টায় ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি সাংবাদিকদের সাথে এক হযয় কাজ করার কথা বলেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক ওমেদুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দফতর সম্পাদক এইচ এম ফিরোজ, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, নিবার্হী সদস্য আজিজুর রহমান ও আবদুল্লাহ আল মামুন, পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য রায়হান হোসেন, এস এ সিয়াম প্রমুখ।