নিজস্ব প্রতিবেদক
দাতা সংস্থা ইকো’র অর্থায়নে গত ৯ এপ্রিল যশোর শহরের রায়পাড়া ও বেজপাড়ায় ৪শ দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রায়পাড়ায় খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন ইকোর যশোর প্রতিনিধি আবদুল কাদের, প্রকৌশলী আসিফুল্লাহ জুয়েল প্রমুখ। প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা আমান।
খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন বেজপাড়ার বাসিন্দা রজব আলী। তিনি বলেন, ইকোর এই আয়োজন যেন অব্যাহত থাকে। কারণ দরিদ্র মানুষ একবেলা ভালো খাবার পাচ্ছে। এতে করে তাদের একবেলা খাবার হয়ে যাচ্ছে।