নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ইছালি রামকৃষ্ণপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার নদী (১৫)–এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে প্রেমিক নাজমুলের বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র রহস্য ও উত্তেজনা। মৃত নদী ইছালি রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে এবং ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং প্রেমিক নাজমুলের সঙ্গে দীর্ঘ তিন বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তাদের দাবি, বিয়ের দাবিতে নদী রাতে নাজমুলের বাড়িতে গেলে তাকে মারধর করে হত্যা করা হয়। পরে ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখাতে গামছা ও ওড়না ব্যবহার করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।
অন্যদিকে নাজমুল ও তার পরিবারের দাবি, মেয়েটি নিজেই আত্মহত্যা করেছে। তারা হত্যার অভিযোগ অস্বীকার করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমসংক্রান্ত জটিলতা থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
