নিজস্ব প্রতিবেদক
যশোরে ইজিবাইক চালক নিহত আব্দুল্লাহ’র স্বজনদের অব্যাহত হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামির পরিবার ও তাদের পোষ্য সন্ত্রাসীরা হুমকি দেয়ায় নিহতের স্বজনরা ভয়ে দিনাতিপাত করছেন দাবি করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১০ নভেম্বর যশোর সদর উপজেলার ঘুরুলিয়া- গোপালপুর গ্রামে খুন হন মোজাদ্দেদুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (১৮)।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনসারুল হক বলেন, ২০২২ সালের ৩১ জানুয়ারি তদন্ত শেষে আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এরপর বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনঃরায় তদন্তের আদেশ দেন আদালত। পুনঃরায় তদন্ত শেষে ২০২৪ সালের ২৩ জুন এই মামলাটির সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচার চলমান রয়েছে।
মামলার আসামি পক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানিয়েছেন, এই মামলার আসামি তিনজনের একজন আদালতে শিশু হিসেবে সাব্যস্ত হয়েছে। এরমধ্যে জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন জামিনে আছে। প্রধান আসামি হাসিবুর রহমান এখনও জেল হাজতে আটক আছে। আগামি ৭ আগস্ট মামলার শুনানি দিন ধার্য্য আছে।
এদিকে দ্রুত বিচার আদালতে মামলা চললেও জামিনে থাকা জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন এবং জেলখানায় আটক হাসিবুরের পরিবারের লোকজন মামলাটি প্রত্যাহারের জন্য বাদী ও তার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকিতে প্রাণহানির আশঙ্কায় রয়েছেন।
আইনজীবী রবিউল ইসলাম আরো জানান, গত বছর মামলার পুনঃরায় তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছে পুলিশ। কিন্তু আসামি ও তাদের সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে আতংকিত হয়ে পড়েছেন নিহতের স্বজনরা। এরপর মধ্যে একজন আসামিকে তারা শিশু প্রমাণ করেছে আদালতে ভুয়া কাগজপত্রের মাধ্যমে। অথচ তার বয়স ওই সময়েই ১৯ বছর ছিল।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আমাদের কাছে অব্যাহত হুমকির বিষয়ে জানিয়েছেন, আমরা এ ব্যাপারে সকর্ততার সাথে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি।