নিজস্ব প্রতিবেদক
যশোরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাসকে গ্রেফতার করেছে র্যাব। গত ২৪ মে ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকতিয়ার বিশ্বাস যশোর সদর উপজেলার মকছেদ আলী বিশ্বাসের ছেলে।
র্যাব জানিয়েছে, ২০১১ সালের ২২ জুন রাতে সদর উপজেলার হামিদপুর গ্রামের ইজিবাইক চালক মফিজুর রহমানকে খুন করে একই এলাকার কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে গত ২০ মে ওই মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন। কিন্তু রায় ঘোষণাকালে আসামি ইকতিয়ার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারির আদেশ দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা থেকে আসামি ইকতিয়ারকে গ্রেফতার করে যশোর আদালতে সোপর্দ করে।