অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় খুন হওয়া ইজিবাইকচালক রাশেদ উদ্দিন হত্যার প্রধান অভিযুক্ত আব্দুস সালামকে (২৫) গ্রেফতার করেছেন র্যাব-৬ এর সদস্যরা। শনিবার গভীর রাতে তাকে মণিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। তিনি যশোর সদরের বিরামপুর গ্রামের খোরশেদ আলম এর ছেলে। তাকে রোববার মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার জসীম উদ্দিনের ছেলে ইজিবাইকচালক রাশেদ উদ্দিন (২৫) প্রতিদিনের ন্যায় গত ২ মার্চ সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরে না। পরের দিন অভয়নগর ধোপাদী গ্রামের আজিবর রহমানের ঘের থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি জানান, ঘটনার পর থেকেই র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ক্লুলেস হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মার্চ আসামি মাগুরা জেলার শালিখা উপজেলার একিন মোল্যার ছেলে বেলাল হোসেনকে (৪২) গ্রেফতার করে। এবং তার হেফাজত হতে ভিকটিমের ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এতে ঘটনায় মূল হোতা আব্দুস সালাম (২৫) ও অন্যান্য আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে মণিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালামকে গেফতার করা হয়। সে হত্যাকাণ্ড ও ইজিবাইক চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন আব্দুস সালামকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই যশোরের নিকট হস্তান্তর করা হয়েছে।
