ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার ইজিবাইক চালক হাসান আলী (৫০) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই ঘটনায় জড়িত ইব্রাহীম, রাজ্জাক ও ইদ্রিসসহ সকল আসামিদের সনাক্ত করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ইজিবাইক চালক ও বেনেয়ালী গ্রামবাসী। রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী বাজারের যশোর-বেনাপোল মহাসড়কের দু’ধারে হাজারো মানুষের উপস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে মানববন্ধন পরিচালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, রবিউল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রফেসর মতিন ভুঁইয়া, বেনেয়ালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন বাবু, ব্যবসায়ী মোক্তার আলী, আনসার সদস্য রবিউল ইসলাম, যুবদল সদস্য আলামিন, নেতা তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক বাদশা, কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহাবুর আলম লতা, প্রচার সম্পাদক শরিফুল ইসলামসহ এলাকার ইজিবাইক চালক ও বেনেয়ালী গ্রামবাসী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে হাসান আলী নিখোঁজ ছিল। এরপর শুক্রবার (১১ জুলাই) কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করে কলারোয়া থানা পুলিশ।