নিজস্ব প্রতিবেদক
২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা সুমন আলী (৩০) নামে একজনতে ধরে গণপিটুনি পর পুলিশে সোপর্দ করেছে। আটক সুমন আলী শেখহাটি মোল্লা পাড়ার আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ইজিবাইক চালক শহরতলীর বিরামপুর কালিতলার জামাল আকুঞ্জির ছেলে হাসিব আকন (২১) আটক সুমন আলীর নামে কোতোয়ালি থানায় ২ এপ্রিল চুরি মামলা করেন।
মামলায় বলা হয়েছে, হাসিব আকন একজন ইজিবাইক চালক। বারান্দিপাড়া কবরস্থান এলাকার আহম্মদ আলীর ছেলে পিন্টুর কাছ থেকে ইজিবাইক ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের মতো পিন্টুর কাছ থেকে ইজিবাইক নিয়ে চালানোর জন্য বের হয়। ২ এপ্রিল দুপুরে ইজিবাইকটি জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে রেখে যাত্রী খোঁজার জন্য জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটে যায়। যাত্রী খোঁজার এক পর্যায়ের দেখতে পায় ইজিবাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে। বিষয়টি দেখে আমি চিৎকার দিলে লোকজন এসে ইজিবাইকসহ চোর সুমন আলীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা চোরকে মারপিট করে। খবর পেয়ে পুলিশ এসে চোরকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুমন আলী ইজিবাইক চোরের কথা স্বীকার করে।