নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের সচিবের নামে জন্ম নিবন্ধন জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অর্থের বিনিময়ে তিনি এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বানিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ইউনিয়নের পাংখারচর গ্রামের সেলিম মুন্সি তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ের জন্য অসৎ উদ্দেশ্যে আগের জন্মনিবন্ধন থাকা সত্বেও ইউপি সচিবকে মোটা অংকের অর্থ দিয়ে নতুন করে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন তৈরি করান। ওই ছাত্রীর নবম শ্রেণীর স্কুল রেজিস্ট্রেশনের জন্য দেয়া জন্মসনদে তার জন্ম তারিখ ০৫.১১.২০০৬ হলেও নতুন জন্মসনদে তার জন্ম তারিখ দেয়া হয় ০৫.১১.২০০১।
সচিব আরব আলীর কাছে এ সব বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি প্রদান করেন ও ভয় দেখান। এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান বলেন সচিব এটা কি করে করেছে আমি জানিনা। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন কোন রেফারেন্স ছাড়া এটা হওয়া উচিত না। আমি সচিবকে শোকজ করব এবং উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: যশোরে বিদায়ী সিনিয়র জেলা জজকে সংবর্ধনা