আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পেরতামিনার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির রাজধানী জাকার্তার প্লুম্পাং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার কিছুক্ষণ পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনে ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি বাড়িঘরও পুড়ে গেছে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেককে মালামাল নিয়ে ওই এলাকা থেকে ছুটে পালাতে দেখা যায়।
ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট। ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানায়, গুদামটির ধারণক্ষমতা ৩০ লাখ কিলোলিটারের বেশি।
রাত সাড়ে ১০টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন পেরতামিনার একজন মুখপাত্র। তবে এরপরেও আবাসিক ভবনের আশপাশে আগুন দেখা গেছে বলে ফায়ার সার্ভিসের এক কমকর্তা ইনস্টাগ্রামে জানিয়েছেন।
রাহমাত ক্রিস্তানতো নামে ফায়ার সার্ভিসের এক কমকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন এবং আহতদের মধ্যে এক শিশু রয়েছে।
জাকার্তার ভারপ্রাপ্ত গভর্নর হেরু বুডি হারতোনো সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন। সরকার তাদের সবার চিকিৎসার খরচ বহন করবে।
স্থানীয়রা জানান, আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি শুরুর ফলে এলাকাটিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তাই আগুনে না পুড়লেও ছুটে পালাতে গিয়ে অনেকে আহত হন।
এক বিবৃতিতে পেরতামিনা জানায়, এ ঘটনায় জাকার্তায় জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। অন্যান্য টার্মিনাল থেকে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে, লোকজনতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পেরতামিনার প্রধান নির্বাহী কর্মকর্তা নিকে উইদিয়াওয়াতি। তিনি বলেন, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সতর্ক হতে পারব, যাতে ভবিষ্যতে এরকমটি আর না ঘটে।
আপরও পড়ুন: নিউজিল্যান্ডে ৬.৯ মাত্রার ভূমিকম্প