ধর্ম ডেস্ক
সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতার করা সুন্নাত। রাসূল (স) ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার তাগিদ দিয়েছেন। এতে বান্দার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। ইফতারের সময়টি রোজাদারের জন্য অত্যন্ত বরকতময় ও গুনাহ মাফের উত্তম সময়।
ইফতারের সময় ক্ষমার বিশেষ দোয়া
সারাদিন রোজা রেখে নিজের গুণাহ মাফের জন্য ইফতারের সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য ছোট্ট একটি দোয়া আছে। হাদিসে আছে ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। তাই এ সময়টিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করা জরুরি।
আরও পড়ুন: রমজানজুড়ে রোজাদাররা যেসব আমল করবেন
ইফতারের মুহূর্তে ক্ষমা প্রার্থনার ছোট্ট দোয়াটি হলো:
يَا وَاسِعَ الْمَغْفِرَاتِ اِغْفِرلِىْ
উচ্চারণ: ‘ইয়া ওয়াসিআল মাগফেরাতি ইগফিরলি।’
অর্থ : ‘হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন।’ (মুসলিম)
সুতরাং রোজাদার মুমিন মুসলমানের উচিত, রোজা রেখে নিজেদের গুনাহ মুক্তির চেষ্টায় ইফতারের মুহূর্তে এ ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়া।
আরও পড়ৃুন:রোজার নিয়ত-ইফতারের দোয়া, ফজিলত
২ Comments
Pingback: ইসলামে মজুতদারি নিষিদ্ধ, আছে যে শাস্তি
Pingback: যাদের দোয়া আল্লাহ কবুল করেন না