নিজস্ব প্রতিবেদক
যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাজির শংকরপুর এলাকায় অনুষ্ঠিত ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, বিগত ১৬ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ তাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করার আন্দোলন করতে গিয়ে আমাদের হাজারো নেতাকর্মীকে হারিয়েছি। কেউ খুন আবার কেউবা গুমের শিকার হয়েছেন। আমাদের দলের ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজন পর্যন্ত করতে দেয়নি। আবার ইফতার আয়োজন করার কারণে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তারপরও বিএনপি তার লক্ষ্যে অবিচল থেকে দেশ ও জনগণের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনে মাঠে অবিচল ছিল।
যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপি নেতা নাজির আহমেদ মুন্নু, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুর রহমান সেলিম, জেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, খালেদুর রহমান বাবু, জেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির আহমেদ, রবিউল ইসলাম রোবো, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাগর, ওয়ার্ড বিএনপির সদস্য শাহ আলম পিন্টু, ইঞ্জিনিয়ার কাজী মহিউদ্দিন আহমেদ ডালিম প্রমুখ।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত ৯ নম্বর ওয়ার্ডের বকচর এলাকায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত দলীয় নেতাকর্মী ও মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পৃথক দুটি দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।